নিজের একটা পারফেক্ট পার্সোনাল ব্র্যান্ডিং করে নিজেকে লোকাল লিস্টিং, গুগল ম্যাপ, গুগল রিভিউ, গুগল ফিচার্ড করার জন্য গুগল মাই বিসনেস এর জুড়ি নেই তা আমরা সবাই জানি ।
কিন্তু আমার অনেক পেইড ও নন পেইড স্টুডেন্টস যারা ইউটুবে এ আমার ভিডিও দেখে তাদের অনেকেই গুগল মাই বিসনেস একাউন্ট ভেরিফাই নিয়ে আটকে আছে, কারণ পোস্টঅফিসে পোস্ট কার্ড আসছে না ভেরিফাই এর জন্য । আর বাংলাদেশ এর পোস্ট অফিস থেকে কিছু আমাদের হাতে আসবে তা ভাবাই অনেকটা দুস্কর, তাছাড়া এখন covid সিচুয়েশন চলছে, তাই পোস্ট অফিস আর মাদ্ধমে গুগল থেকে আমার হাত এ ভেরিফিকেশন লেটার আসবে সেটা ভাবাটা বোকামি ।
🎯🎯 কিভাবে তোমরা পোস্টকার্ড ছাড়া গুগল মাই বিসনেস একাউন্ট ইমেইল এর মাদ্ধমে ভেরিফাই করতে পারবে তার একটা কমপ্লিট ভিডিও বানাইসি যাতে সবাই সহজে ভেরিফাই করতে পারো ।
যারা নতুন গুগল মাই বিসনেস একাউন্ট করবে - পোস্ট কার্ড ভেরিফাই না দিয়ে ডাইরেক্ট ইমেইল ভেরিফাই এর জন্য রিকোয়েস্ট করতে পারবে যা আমি এই ভিডিও তে দেখাইসি ।
🎯🎯 যারা গুগল মাই বিসনেস এ একাউন্ট করো নাই অথবা গুগল মাই বিসনেস সম্পর্কে জানা নাই, তাদের জন্য ভিডিও এর প্রথমেই কিভাবে গুগল মাই বিসনেস একাউন্ট করে বিসনেস লোকেশন অ্যাড করতে হয় তাও দেখেয়েছি ।
সবার পার্সোনাল ব্র্যান্ডিং হোক নিরবিচ্ছন্ন 🙂
🔘🔘 ভিডিও লিংক: https://youtu.be/Th0MHM40TjQ




 

Comments

Popular posts from this blog

#fiverrCrash11 in 2 classes 19 success came from 10 new freelancers

11 Reasons To Use The Gravity Forms WordPress Plug-In

আলহামদুলিল্লাহ Codemanbd এর নতুন ল্যাবে শুরু হল তিন মাস ব্যাপী "ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং - কম্পিউটার সাইন্স এন্ড টেকনোলজি (CST) ইন্ডাস্ট্রিয়াল এটাচমেন্ট প্রোগ্রাম।