নিজের একটা পারফেক্ট পার্সোনাল ব্র্যান্ডিং করে নিজেকে লোকাল লিস্টিং, গুগল ম্যাপ, গুগল রিভিউ, গুগল ফিচার্ড করার জন্য গুগল মাই বিসনেস এর জুড়ি নেই তা আমরা সবাই জানি ।
কিন্তু আমার অনেক পেইড ও নন পেইড স্টুডেন্টস যারা ইউটুবে এ আমার ভিডিও দেখে তাদের অনেকেই গুগল মাই বিসনেস একাউন্ট ভেরিফাই নিয়ে আটকে আছে, কারণ পোস্টঅফিসে পোস্ট কার্ড আসছে না ভেরিফাই এর জন্য । আর বাংলাদেশ এর পোস্ট অফিস থেকে কিছু আমাদের হাতে আসবে তা ভাবাই অনেকটা দুস্কর, তাছাড়া এখন covid সিচুয়েশন চলছে, তাই পোস্ট অফিস আর মাদ্ধমে গুগল থেকে আমার হাত এ ভেরিফিকেশন লেটার আসবে সেটা ভাবাটা বোকামি ।


যারা নতুন গুগল মাই বিসনেস একাউন্ট করবে - পোস্ট কার্ড ভেরিফাই না দিয়ে ডাইরেক্ট ইমেইল ভেরিফাই এর জন্য রিকোয়েস্ট করতে পারবে যা আমি এই ভিডিও তে দেখাইসি ।


সবার পার্সোনাল ব্র্যান্ডিং হোক নিরবিচ্ছন্ন 

Comments
Post a Comment