আলহামদুলিল্লাহ কোডম্যানবিডি এর ১০০ ব্যাচ (CMBD-100) - WordPress & eCommerce) ব্যাচ এ এই মাসে ১২৫ জন স্টুডেন্ট এডমিশন নিয়েছে ।



🔘🔘 আলহামদুলিল্লাহ কোডম্যানবিডি এর ১০০ ব্যাচ (CMBD-100) - WordPress & eCommerce) ব্যাচ এ এই মাসে ১২৫ জন স্টুডেন্ট এডমিশন নিয়েছে ।
---
🔘 আলহামদুলিল্লাহ যত দিন যাচ্ছে কোডম্যান বিডি এর উপর স্টুডেন্টসদের ভরসা বাড়ছে । প্রথম দিক এ একটা স্টুডেন্ট কে এডমিশন এর জন্য অনেক কিছু বলতে হতো, এখন আমাদের প্রতি স্টুডেন্ট ট্রাস্ট এমনটাই যে, একজন স্টুডেন্ট বললো আপনারা কি কি শিখান, আমরা শুধু কোর্স গুলোর নাম বলে স্টুডেন্ট সাকসেস স্টোরিজ গ্রুপ থেকে ঘুরে আসতে বলি, আমাদের ২৪ ঘন্টা জুম্ লাইভ সাপোর্ট সিস্টেম দেখে আসতে বলি । কয়েক ঘন্টার মধ্যে স্টুডেন্ট এডমিশন কিভাবে নিবো জানতে চায় ।
---
💥 আসলে যখন একটা টীম স্টুডেন্টদের সাকসেস এর জন্য দিন রাত খেটে যায়, খুব বেশি সময় লাগে না টীম তার দাঁড়াতে । আমি একা কখনো কোডম্যান বিডি কে এই অবস্থায় এত অল্প সময়ে কখনোই আন্তে পারতাম না । ধন্যবাদ আমার টীম মেম্বার্স দের ।
---
💥 প্রতি ব্যাচ এ ১০-১৫ জন করে শুরু করা কোডম্যান বিডি এর প্রতি ব্যাচ এ আজ ১০০+ স্টুডেন্ট এডমিশন নিচ্ছে, এটা স্টুডেন্টদের সাফল্য ও কোডম্যান বিডি এর প্রতি তাদের ভরসার একটা বড় প্রমান । এই মাসে শুরু হওয়া ১০ ব্যাচ এর নতুন স্টুডেন্ট/ ট্যালেন্ট দের জন্য শুভকামনা ।
---
ফ্রীল্যানসিং ও আউটসোর্সিং স্কিল ডেভেলপমেন্ট ও মার্কেটপ্লেস এ সফল করতে ও স্টুডেন্টদের সাকসেসফুল করার জন্য কাজ করে যাবো ইনশাল্লাহ ।
.
#CodemanBD #WeCreateSuccess #Freelancing #MinhazulAsif #outsourcing #CMBD100batch



 

Comments

Popular posts from this blog

#fiverrCrash11 in 2 classes 19 success came from 10 new freelancers

11 Reasons To Use The Gravity Forms WordPress Plug-In

আলহামদুলিল্লাহ Codemanbd এর নতুন ল্যাবে শুরু হল তিন মাস ব্যাপী "ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং - কম্পিউটার সাইন্স এন্ড টেকনোলজি (CST) ইন্ডাস্ট্রিয়াল এটাচমেন্ট প্রোগ্রাম।