ফাইভার লেভেল উইনার । September 2021

ফাইভার লেভেল উইনার । September 2021
----------------------------------------
আলহামদুলিল্লাহ, এই মাসে কোডম্যান বিডি এর ১২+ স্টুডেন্ট ফাইভার মার্কেটপ্লেস এ লেভেল -১ ও ২ ব্যাজ পেয়েছে ।
প্রতিমাসে আমি এই দিন তার জন্য অপেক্ষা করি, আমার সাকসেসফুল স্টুডেন্ট যারা সফলতার সাথে এগিয়ে যাচ্ছে যাদের অ্যাচিভমেন্ট দেখার জন্য ।


--------------------------------------












কংগ্রাচুলেশন,
তোমরা এখন কোডম্যান বিডি এর এলিট ফ্রীলান্সার, তোমাদের এলিট গ্রুপ এ অ্যাড করে দেয়া হয়েছে । এখন থেকে তোমার কোডম্যান বিডি এর সব পুরাতন, এক্সপেরিয়েন্সড এলিট মেম্বার্স ও আমাদের থেকে কোডম্যান বিডি এর সর্বোচ্চ সাপোর্ট, দ্রুততম সময়ের মধ্যে পাবে ।
Comments
Post a Comment